শীতের তীব্রতা আরও এক সপ্তাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

|

রাজধানীসহ দেশজুড়ে চলমান শীতের তীব্রতা আরও এক সপ্তাহ অব্যহত থাকবে। এছাড়াও আজ মধ্যরাত বা সকাল নাগাদ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, আগামীকাল থেকে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে শীতের তীব্রতা আরও কিছুটা বাড়বে বলেও জানান তিনি। রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে আজ ১৩ ডিগ্রী সেলসিয়াসে দাড়িয়েছে। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবান, সিরাজগঞ্জ ও পাবনায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, আজও দিনের বেশিভার সময় রাজধানীসহ সারা দেশ আংশিক মেঘলা থেকে কুয়াশাচ্ছন্ন থাকবে। রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এদিকে মৃদু শৈত্য প্রবাহ ও কুয়াশার কারণে ফেরি ও নৌযান চলাচল ব্যহত হচ্ছে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply