বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দেখা হয়নি; তবে তার চিকিৎসার কাগজপত্র পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
চিকিৎসকরা আগামীকাল খালেদা জিয়ার সাথে দেখা করবে জানান পরিচালক। তিনি বলেন, মেডিকেল বোর্ড গঠনের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণের বাইরে কিছু হয়নি। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু মেডিকেলের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে বোর্ড সদস্যরা খালেদা জিয়ার সাথে ৬১১ নম্বর কেবিনে যান। এসময় তারা খালেদা জিয়ার চিকিৎসার সমস্ত কাগজপত্র দেখেছেন। উনারা সিদ্ধান্ত নিয়েছেন যে, উনারা পুনরায় না বসা পর্যন্ত চিকিৎসা আগে যেভাবে চলছিল সেভাবেই চলবে। সুবিধাজনক সময়ে তার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামীকাল উনারা তাকে দেখবেন। আজকে উনারা শুধু কাগজপত্র দেখেছেন।
এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন উপস্থিত ছিলেন।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কয়েকজন আইনজীবী। পরে, বেরিয়ে এসে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলেন মওদুদ।
Leave a reply