ব্যবসার পরিবেশ নিশ্চিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে পিছিয়ে। এগিয়ে ভারত। এমনটাই জানিয়েছে, সেন্টার ফর পিলিসি ডায়লগ (সিপিডি)।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩: উদ্যোক্তা জরিপের ফলাফল’ প্রকাশ করে সংস্থাটি এ তথ্য জানায়। জরিপ বলছে, ব্যাংক ব্যবস্থাপনা এখনও ভালো না। জ্বালানি স্বল্পতা অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে।
সিপিডি জানায়, ২০২৩ সালে বাংলাদেশে ব্যবসার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল দুর্নীতি। এর পরের অবস্থানে প্রশাসনিক দক্ষতার সংকট। আর তৃতীয় প্রতিবন্ধকতা সূচক বিদেশি মুদ্রা বাজারে অস্থিরতা।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বড় বড় গ্রুপ সব ব্যবসা নিজেদের আয়ত্তে নিয়ে যাচ্ছে। তবে ডিজিটাল অবকাঠামোর পরিধি বেড়েছে। সরকারের রাজনৈতিক ভিশন নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আছে।
অর্থনীতিতে তিনটি ঝুঁকির কথা উল্লেখ করেছে সিপিডি। এগুলো হচ্ছে, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও বৈষম্য। সিপিডি বলছে, গত ৫ বছরে প্রাতিষ্ঠানিক দক্ষতা সেই অর্থে ভালো হয়নি। মেগা অবকাঠামো নির্মাণে সরকার বিপুল ঋণ করেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ ফেলছে। ফলে আমদানির জন্য এলসি খুলতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এসএমই ব্যবসায়ীদের জন্য ঘুষ একটা বড় প্রতিবন্ধকতা মনে করে সিপিডি। বলছে কর কাঠামো এখনও উন্নত হয়নি।
এটিএম/
Leave a reply