লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার (১৭ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব। খবর আল জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিলো হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনা। এর আগে, মঙ্গলবারও (১৬ জানুয়ারি) হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের ভূখণ্ডে হামলা-পাল্টা হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তেও হচ্ছে সংঘাত। নিয়মিত বিরতিতেই হামলা চালাচ্ছে উভয়পক্ষ। এমনকি লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাকে হত্যাও করেছে তেল আবিব।
/এএম
Leave a reply