ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাড়ে তিনশ’ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।
এসব তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) খান ইউনিসে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। একযোগে এলাকাটিতে বিমান হামলা ও স্থল অভিযান চালায় তারা। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারাও।
বুধবার খান ইউনিসে ৩০ জনের বেশি স্বাধীনতাকামীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যদিও ফিলিস্তিনিদের অভিযোগ, হামলা চালানো হয়েছে সাধারণ নাগরিকদের ওপর। ট্যাংক দিয়ে ঘরবাড়ি, আশ্রয় শিবির গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, খান ইউনিসে আমাদের সবচেয়ে বড় সৈন্যদল অপারেশন চালাচ্ছে। এলাকাটির দক্ষিণে হামলা তীব্র করেছে সেনারা। সেখানে গত ২৪ ঘণ্টায় হামাস সন্ত্রাসীদের সাথে কঠিন লড়াই হয়েছে। এসময় ৩০ জনের বেশি সন্ত্রাসীকে হত্যা করেছি আমরা। দুঃখজনকভাবে আমাদের কয়েকজন সেনাও হতাহত হয়েছেন।
/এএম
Leave a reply