আইন অনুযায়ী দেশের উপজেলাগুলো নির্বাচনযোগ্য হয়েছে। আসন্ন রোজার আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রায় একশ উপজেলায় নির্বাচন হতে পারে। বাকিগুলোতে রোজার পরে নির্বাচন হবে।
এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী দেবে কি না, তা জানতে চাওয়া হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলেছেন, এখনও দেয়ার বিষয়ে সিদ্ধান্ত আছে। আওয়ামী লীগের স্থানীয় প্রতিনিধি মনোনয়ন বোর্ড যখন বসবে তখন সিদ্ধান্ত নেয়া হবে, যদি প্রতীক না দেয়া হয়। অথবা আমাদের সভাপতি সিদ্ধান্ত নিতে পারেন, দলের মার্কা নিয়ে এ ভোটে প্রার্থী থাকবে কি না।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার কাছে সাংবাদিকদের আরও প্রশ্ন ছিল, উপজেলা নির্বাচনেও কি দলটি প্রার্থিতা উন্মুক্ত রাখবে? ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দলের সভাপতি সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের
দেশে দুইটি সংসদ চলমান দাবি করে বিরোধীদের সমালোচনার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংবিধান অনুযায়ী, নির্বাচিত সরকার আরেকটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। যখন একটা নির্বাচিত সরকারের গেজেট (প্রজ্ঞাপন) হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে চলমান সরকারের কার্যকারিতা শেষ হয়ে যায়। এটা নিয়ে অহেতুক কথাবার্তা হচ্ছে।
ওবায়দুল কাদের এ প্রসঙ্গে আরও বলেন, আসলে বিএনপির অবস্থাটা হয়েছে কবি জসিম উদ্দিনের কবর কবিতার মতো, ‘তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।’ বিএনপির বর্তমান অবস্থাটা এখন তাই। একবার একটাকে আঁকড়ে ধরে। তারপর চলে যায়। পরে আরেকটাকে আঁকড়ে ধরে।
দ্বাদশ সংসদে বিরোধী দল কারা হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দেননি তিনি। বলেছেন, সংসদের প্রথম দিনই দেখা যাবে বিরোধী দল কারা। বিরোধী দল মানে তো বিরোধিতা করা।
৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার নেতিবাচক মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরাজয়টা অনেকের জন্যই মেনে নেয়া কঠিন।আওয়ামী লীগের দুয়েকজনের ভাষা কেন্দ্রের নজরে এসেছে। এই দুই-চারজনের মন্তব্য যে সঠিক নয়, তা নেতাদের বুঝতে হবে।
/এমএন
Leave a reply