জীবনে কোনো অনিয়ম করেননি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোথাও কোনো অনিয়ম হলে তিনি তা সহ্য করবেন না। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে কর্মরত নিম্নস্তরের সকলকে সাধ্যমতো ভালো রাখার চেষ্টা করবেন। এরপরও যদি মানুষ সেবা না পায় তাহলে কঠোর হবেন তিনি।
তিনি বলেন, শিশু আয়ানের ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসা খাত নিয়ে তিনি অনেক যুদ্ধ করেছেন সেজন্য প্রধানমন্ত্রী তার ওপর আস্থা রেখেছেন। সেটির প্রতিদানও দিতে চান তিনি।
চিকিৎসকদের মেধাবী উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে যেন রোগী আসে সেই পরিবেশ তৈরি করতে হবে।
/এনকে
Leave a reply