স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে টঙ্গীর নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো.শাহা আলী (৩০)। তিনি নিশাতনগর বস্তির সেরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে বস্তির একটি রিকশার গ্যারেজে প্রবেশ করে শাহা আলী। পরে রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ
Leave a reply