ভাষা সৈনিক রিজিয়া খাতুন আর নেই

|

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলের ভাষা সৈনিক রিজিয়া খাতুন আর নেই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুর বিষয়টি তার ছেলে রাসেল নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিক রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এদিন বাদ আসর নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নূর জালালের কন্যা রিজিয়া খাতুন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০ থেকে ১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংক (বর্তমান টাউনক্লাব) এর পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply