‘উইন অর উইন’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্লোগান। বিপিএলে অন্যান্য দলের নাম নিয়েই যেখানে প্রতি আসরেই তৈরি হয় বিভ্রাট সেখানে ট্যাগ লাইনটাকেও দেশের ক্রিকেট ভক্তদের মনে গেঁথে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছয় আসরে অংশ নিয়ে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ এবার পঞ্চম শিরোপায়। যার জন্য পুরোপুরি প্রস্তুত তারকায় ঠাসা এই দল। প্রথম চমকটা তারা দিয়েছে ইমরুল কায়েসের পরিবর্তে লিটন দাসকে অধিনায়ক করে। কম্বিনেশন বিবেচনায় অনেক ম্যাচেই মূল একাদশে জায়গা হারাতে হতে পারে কায়েসকে। তাই নেতৃত্বের এই রদবদলকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই দেখছে কুমিল্লা।
দেশি ক্রিকেটারদের তালিকায় লিটন মোস্তাফিজের পাশাপাশি এবার তাওহিদ হৃদয় হতে পারে কুমিল্লার অন্যতম সেরা বাজি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে গত মৌসুমে ১৪০ স্ট্রাইক রেটে ১২ ইনিংসে ৪০৩ রান করেছিলেন এই ব্যাটার। বাঁহাতি স্পিনার তানভিরও বরাবরই পারফর্ম করেছেন কুমিল্লার জার্সি গায়ে। গত আসরেও তুলেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ ১৭ উইকেট। এছাড়া দলটির নিয়মিত মুখ মাহিদুল-জাকেররাও আছেন কুমিল্লা শিবিরে।
এবারের আসরে ড্রাফটেও বাজিমাত করেছে ভিক্টোরিয়ান্স। দলে ভিড়িয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন ও মুশফিক হাসানের মতো ক্রিকেটারকে। গতির ঝড়ের পাশাপাশি বৈচিত্রময় স্পিন আর অলরাউন্ডিং নৈপুণ্য মাথায় রেখেই নতুন ক্রিকেটার দলে ভিড়িয়েছে কুমিল্লা।
তবে বরাবরের মতো কুমিল্লার আসল চমকটা বিদেশি ক্রিকেটারদের তালিকায়। তিন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জনসন চার্লস আছেন সেই চিরচেনা জার্সিতেই। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী যোগ করবে বাড়তি মাত্রা। কুমিল্লার শক্তি বাড়াতে ফিরছেন আফগান তারকা রশিদ খানও।
কুমিল্লায় পাকিস্তানি ক্রিকেটারদের তালিকাটাও চোখ কপালে তোলার মত। গত মৌসুমের মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ ও খুশদিল শাহ থাকছেন এবারও। ইফতিখার আহমেদও এবার গায়ে জড়াবেন কুমিল্লার জার্সি। এছাড়া জামান খান, রাকিম কর্নওয়াল ও ম্যাথু ওয়াল্টার ফোর্ডের সঙ্গেও সরাসরি চুক্তি করেছে কুমিল্লা।
দেশি-বিদেশি তারকা ক্রিকেটার, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল, সেইসঙ্গে বরাবরের মতো পেছন থেকে দলকে পথ দেখাবেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সবমিলিয়ে আত্মবিশ্বাসী এক দল নিয়ে আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার (১৯ জানুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপরীতে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
/এনকে
Leave a reply