Site icon Jamuna Television

মন্ত্রীর ভাগিনা ও পুলিশ কমিশনারের ভাই পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. জুটন মিয়া।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে জুটন মিয়ার বাড়ি। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

ডিএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আব্দুর রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে বিষয়টি বুঝতে পেরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পরে জুটন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।

/এমএন

Exit mobile version