দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় সরকার: মঈন খান

|

দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বলেন, জনগণ সরকারের স্বৈরশাসন পছন্দ করে না।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বাংলাদেশ একদলীয় শাসকের কবলে। সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষই এটা বলছে। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই। দেশ বিক্রি করে সরকার ক্ষমতায় থাকতে চাইলেও সেটা তারা পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। উন্নয়নের নামে দুর্নীতির করাল গ্রাসে দেশ। উন্নয়নের কথা বলে সরকার বিদেশিদের আর ধোঁকা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষনা করে বিএনপি। ১৮ জানুয়ারি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply