রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডে এক ব্যক্তিকে ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার নাম মংকোল থিরাকোট।
৩০ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেতাকে সাজা দেন দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের একটি আপিল আদালত। থাইল্যান্ডের রাজতন্ত্রের অবমাননা আইনে কোনো ব্যক্তিকে দেয়া সবচেয়ে দীর্ঘ কারাদণ্ড এটি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে থাই রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট দেয়ার দায়ে মংকোলকে এরআগে দেশটির একটি আদালত ২৮ বছরের কারাদণ্ড দেন।
এই সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিল আদালতে তার বিরুদ্ধে আরও ১১টি অপরাধ প্রমাণিত হয়। এর ফলে তার সাজার মেয়াদ বেড়ে যায়।
এটিএম/
Leave a reply