ভারতের মণিপুরে আবারও সংঘাত

|

মণিপুর রাজ্যে জাতিগত সংঘর্ষ অব্যাহত। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে। বুধবার নতুন করে ছড়ানো সহিংসতা নিরাপত্তা বাহিনীর ২ কর্মকর্তা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর মোরেহতে এই হামলা হয়। কর্তৃপক্ষ জানায়, রাতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণের পাশাপাশি ছোড়া হয় গ্রেনেড।

এতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য। পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। অন্যদিকে থাউবাল জেলায় সহিংসতায় আহত হয়েছেন তিন বিএসএফ সদস্য।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply