পাকিস্তান-ইরানের মাঝে চলমান উত্তেজনার মাঝেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদসহ সব ধরনের ইস্যুতে তেহরানের সাথে সব বিষয়ে কাজ করতে তারা প্রস্তুত।
শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান এই বিষয়টিকে আর বিশ্বের সামনে অতিরঞ্জিত করে তুলতে চায় না। তারা ইরানের প্রতি আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছে।
এদিকে এই পরিস্থিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছেন।
এটিএম/
Leave a reply