ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় তেলের ডিপোতে ভয়াবহ আগুন

|

কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার রোসনেত চারটি তেলের ট্যাঙ্কে আগুন লেগেছে। ছবি: বিবিসি।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় রোসনেত তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। চারটি সংরক্ষণাগারে প্রায় ছয় হাজার ঘন মিটার তেল ছিল। শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে ক্লিন্তসি শহরে চারটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোড ঐতিহ্যবাহী অর্থোডক্স এপিফ্যানি উৎসব বাতিল করেছে। শুক্রবার এই উৎসব আয়োজন করার কথা ছিল। ইউক্রেনীয় ড্রোন হামলার হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই প্রথম রাশিয়ার ভেতরে কোনো স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলার হুমকিতে কোনো বড় অনুষ্ঠান বাতিল করা হলো। মস্কোর দক্ষিণে ৬০০ কিলোমিটার দূরে তামবভ শহরে এই কারখানা অবস্থিত।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply