নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার, ৪ ছাত্রলীগ কর্মী নিহত

|

ছবি: সংগৃহীত

সিলেট করেসপনডেন্ট:

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় চার তরুণ নিহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পুকুরের পানিতে উল্টে পরে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা সকলেই উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২০ জানুয়ারি) রাত দেড়টার দিকে সিলেট-তাম‌বিল মহাসড়কের জৈন্তাপুরের রাংপা‌নি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল পাল, কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের আহসান, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায় বলেও প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply