ইয়েমেনের হুতি গোষ্ঠীর জব্দ করা জাহাজ যেন পিকনিক স্পটে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর থেকে জাহাজটি জব্দ করা হয়। হুতিদের সমর্থন জানাতে প্রতিদিন সেখানে ঘুরতে যাচ্ছে সাধারণ ইয়েমেনিরা। তাদের স্বাগত জানিয়ে জাহাজটি ঘুরিয়ে দেখাচ্ছে হুতিরা।
শত্রুপক্ষের জব্দ করা জাহাজে উদযাপনে মেতেছে হুতিগোষ্ঠী ও ইয়েমেনের সাধারণ মানুষ। দেশটির ঐতিহ্যবাহী বাজনার তালে অস্ত্র উচিয়ে চলছে উল্লাস-উচ্ছ্বাস।
জাহাজটিতে ইসরায়েল ও আমেরিকার প্রতি সাধারণ ইয়েমেনিদের ক্ষোভ ফুটে উঠে প্রকাশিত এক ছবিতে। যেখানে নিজেদের সাহসের জয়গানের পাশাপাশি শত্রুদের প্রতি ঘৃণা স্পষ্ট।
গেলো তিন মাসে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে প্রায় ৩০ বার হামলা চালিয়েছে হুতিরা। এতোবার হামলা চালালেও এই একটি জাহাজই জব্দ করেছে গোষ্ঠীটি। যানবাহন বহনকারী এই জাহাজটিতে আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি এক ব্যবসায়ীর।
লোহিত সাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজগুলো টার্গেট হলেও; নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বিশ্বের বাণিজ্যে। এরই মধ্যে এই পথ দিয়ে চলাচল বন্ধ করেছে ইউরোন্যাভ, এইচএমএম, ফ্রন্টলাইনসহ বহু শিপিং কোম্পানি।
এটিএম/
Leave a reply