আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান

|

প্রতিবেশি দেশগুলোর সাথে চলমান উত্তেজনার মাঝেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালিয়েছে ইরান। শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই নামের এই মহড়া চালানো হয়। এ যুদ্ধ প্রশিক্ষণে অংশ নেয় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট।

এছাড়াও, এই মহড়ায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, অ্যারোস্পেস ফোর্স ও বিমান বাহিনী অংশ নেয়। এই প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম ব্যবহার করা হয়। এ সময় সাইবার হামলা ঠেকাতেও মহড়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সুন্নি উগ্রবাদি গ্রুপ জইশ আল আদলের দু’টি আস্তানায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

এদিকে এই হামলার একদিন বাদেই বৃহস্পতিবার দু’টি বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় ইসলামাবাদ। এতে নিহত হয় কমপক্ষে ৭ জন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply