তীব্র তুষারঝড়ের কবলে স্পেনের হাইওয়েতে আটকা ৬শ’ গাড়ি

|

চতুর্থ ইমার্জেন্সি ইন্টারভেনশন ব্যাটালিয়নের একটি গাড়ি স্পেনের জারাগোজার কাছে ভারী তুষারপাতের ফলে আটকে পড়া চালকদের উদ্ধার করতে যাচ্ছে। ছবি: রয়টার্স।

তীব্র তুষারঝড়ের কবলে পড়ে হাইওয়েতে আটকা পড়লো ৬ শতাধিক গাড়ি। উদ্ধারে মোতায়েন করতে হলো সেনা সদস্যদের। শুক্রবার (১৯ জানুয়ারি) স্পেনে হয় এমন ঘটনা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোরিয়া ও আগ্রেদার মধ্যবর্তী ‘এন-১২২’ সড়কে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে গাড়িগুলো। জরুরি নম্বরে ফোন দেন চালকরা। পরিস্থিতি সামাল দিতে যোগ দেন সেনা সদস্যরা।

কয়েক ঘণ্টা ধরে আটকা থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার তুষারঝড়ের কবলে পড়ে স্পেনের বিশাল এলাকা। অঞ্চলটিতে হিমাঙ্কের ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে তাপমাত্রা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply