পানামার সর্ববৃহৎ আবর্জনা স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের তীব্র ধোঁয়ায় শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস। শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সেররো পাটাকন নামের দেশের বৃহত্তম এই আবর্জনা স্তূপে প্রায় ৬ থেকে ৪ হেক্টর জায়গা জুড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার ফাইটার প্রধান আর্নেস্টো ডি লিওন সংবাদ সম্মেলনে বলেন, আগের দিনে রাতে আবরজনার ‘আরসন’ থেকে আগুনটির সুত্রপাত ঘটে।
পরিস্থিতি বিগড়ে গেলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে। অতঃপর ঘন ধূসর ধোঁয়ার ওপর দিয়ে স্থানীয় সময় সকাল থেকে প্রায় সাত হাজার ৬শ’ ষাট গ্যালন জল হেলিকপ্টার দিয়ে ছিটানো হয়। ফলে ষাট শতাংশ আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়।
ইতোমধ্যেই এই বিষাক্ত গ্যাস থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও শ্বাসকষ্টের ক্ষেত্রে চিকিত্সার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইস ফ্রান্সিসকো।
\এআই/
Leave a reply