স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এখনও সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, নেতানিয়াহু দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানে এখনও রাজি আছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বাইডেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেন। এরপরই তিনি এ মন্তব্য করেন। গেল এক মাসের ভেতর দুই নেতার এটাই প্রথম ফোনালাপ।
বাইডেন বলেন, যেহেতু নেতানিয়াহু এখনও ক্ষমতায় আছেন, অতএব স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এখনও সম্ভব।
এর মাত্র একদিন আগেই নেতানিয়াহু এক ইসরায়েলি টেলিভিশনে সংবাদ সম্মেলনে জানান, তিনি মার্কিন কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শেষে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিপক্ষে।
এর আগে, চলতি মাসের শুরুতে মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফর করেন। সফরে আরব নেতাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, তারা গাজা পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত।
এটিএম/
Leave a reply