উখিয়ায় পাহাড় ধসে যুবকের মৃত্যু

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে মোসলেম উদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে জালিয়াপালং ইউনিয়নের কাসিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মোসলেম উদ্দিন স্থানীয় পাইন্যাশিয়া চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন জানান, শনিবার ভোরে মোসলেম উদ্দিনসহ আরও কয়েকজন মিলে নিয়ে মাটি কাটতে যায়। এক পর্যায়ে পাহাড়ের একটি অংশ তার শরীরে ধসে পড়ে। এ সময় গাছের শিকড় তার শরীরের স্পর্শকাতর অঙ্গে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের বিট কর্মকর্তা মুহাম্মদ সোহেল হোসেন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছে। গত রাতে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। পরে আবারও পাহাড় কাটতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এ সময় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply