ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এবার ১৩ হাজার রানের এলিট ক্লাবে যোগ দিয়েছেন। এর আগে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মালিক ছিলেন ক্রিস গেইল।
শনিবার (২০ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন শোয়েব।
এদিন ১৩ হাজার থেকে মাত্র ৭ রান দূরত্ব নিয়ে রংপুরের বিপক্ষে রান তাড়ায় ব্যাটিংয়ে নামেন তিনি। মুখোমুখি হওয়া ১১তম বলে প্রবেশ করেন ১৩ হাজার রানের ক্লাবে।
এই মাইলফলক স্পর্শ করতে মোট ৫২৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এই ফরম্যাটে তার রান এখন ১৩ হাজার ১০। এই তালিকায় শীর্ষে থাকা গেইল ৪৬৩ ম্যাচ খেলে করেছেন ১৪ হাজার ৫৬২ রান।
/এমএইচ
Leave a reply