এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের করা মন্তব্য রাজনৈতিক এবং সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার নতুন সদস্যরাও শপথ নিয়েছেন। কিন্তু একাদশ সংসদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কথা ২৯ জানুয়ারি। পরেরদিন ৩০ জানুয়ারিই বসবে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। এ অবস্থায় দ্বাদশ সংসদের সদস্যদের শপথ নেয়া নিয়ে সরকারবিরোধীরা বেশ প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের দাবি, সংসদে এখন ৫৯৯ জন এমপি রয়েছেন। এদিকে, গত আগস্টে এক পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ সাফ জানিয়ে দেন, সংসদ অধিবেশন বসার দিন থেকেই সংসদ সদস্যদের মেয়াদ শুরু হবে। ওই মামলায় আপিল বিভাগে লড়েছিলেন বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ব্যাখ্যা, এমপি-মন্ত্রীদের শপথ সংবিধান মেনেই হয়েছে। সংসদে এমপির সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই।
/এনকে/এমএন
Leave a reply