পূজা দিতে গিয়ে ভারতের তামিলনাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরের পাশে অগ্নি তীর্থম সৈকতে পবিত্র ডুব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পূজা শেষে শিব মন্দিরে আয়োজিত ভজনে (আধ্যাত্মিক ভক্তিগীতি) যোগ দেন মোদি। শিব মন্দিরটি তামিলনাড়ুর রামনাথপুরামের রামআশ্রম দ্বীপে অবস্থিত। স্থানীয় লোকজনের বিশ্বাস, শ্রী রাম সেখানে শিব লিঙ্গ স্থাপন করেছিলেন। সেইসঙ্গে রাম ও সীতা দেবী সেখানে পূজা করেছিলেন।
উল্লেখ্য, আগামী সোমবার অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন মোদি। প্রায় ২ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা মন্দিরটি উদ্বোধনের পূর্বে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
/এআই/এমএন
Leave a reply