Site icon Jamuna Television

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন নিকি হ্যালি

ছবি: সিএনএন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। শনিবার (২১ জানুয়ারি) সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির সাথে ট্রাম্প তাকে গুলিয়ে ফেলায় এ মন্তব্য করেন তিনি। খবর সিএনএনের।

নিকি হ্যালি বলেন, গতরাতে এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে বলতে গিয়ে বারবার আমার নাম উল্লেখ করেছেন। বলেছেন, সেদিন নাকি আমি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। অথচ সেদিন আমি ওয়াশিংটন ডিসিতেই ছিলাম না।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও বলেন, তিনি (ট্রাম্প) ন্যান্সি পেলোসির নামের বদলে আমার নাম বলেছেন। ট্রাম্পের বয়স আশির ঘরে। তিনি প্রেসিডেন্ট পদের চাপ মোকাবেলায় মানসিকভাবে উপযুক্ত কিনা, সে প্রশ্ন উঠতেই পারে।

/এএম

Exit mobile version