করোনায় একজনের মৃত্যু, জেএন-১’র সংক্রমণ বাড়ায় দেশে সতর্কতা জারি

|

ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন-১ এর সংক্রমণ বাড়ায় দেশে বিশেষ সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬১ থেকে ৭১ এর মধ্যে। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ছিলেন।

অধিদফতরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি হাসপাতাল এলাকায় সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শও দেয়া হয়েছে। এছাড়া করোনা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিকে চতুর্থ ডোজ টিকা নিতে বলা হয়েছে।

অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। ২০২০ সালে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৯ হাজার ৪৮০ জন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply