ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

|

কার্যকর হলো ডিজিটাল নিরাপত্তা আইন। সংসদে সদ্য পাস হওয়া বিলটিতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো। আজ সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সংক্রান্ত বিলে সম্মতি দেন।

গত ২৯ জানুয়ারি খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংসদে পাস হয় ১৯ সেপ্টেম্বরে। আইনটি গণমাধ্যম ও গণমানুষের কথা বলার স্বাধীনতা আরও সংকুচিত করবে বলে অভিযোগ রয়েছে সাংবাদিক সংগঠনগুলোর। এনিয়ে নানা কর্মসূচি পালন করেছে সম্পাদক পরিষদ। আইনটি পুনর্বিবেচনার দাবি জানায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেউ অপরাধ না করলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply