ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

|

ফরিদপুর করেসপন্ডেন্ট:

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ১১ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চক্ষু চিকিৎসক ছিলেন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশিরা জানান, সকাল ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোদ উঠলে তিনি ছাদে হাঁটাহাঁটি করতে যেতেন।

নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস জানিয়েছেন, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল গফফার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply