সারাদেশ ডেস্ক:
চলমান শৈত্যপ্রবাহের কারণে নাটোর ও টাঙ্গাইলের সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলার শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নাটোর জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামীকাল জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে নাটোরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাই মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, আগামীকালের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
/আরএইচ/এমএন
Leave a reply