ঝিনাইদহে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৮নং ধলহরাচনদ্র ইউনিয়নের মাজদিয়া গ্রামে এ ঘটনা। সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, মাজদিয়া গ্রামের আজিজুল ইসলাম ১৮শ’ টাকা পান একই গ্রামের উসমান আলীর কাছে। সোমবার সকালে আজিজুল পাওনা টাকা চাইতে গেলে তাকে পরে আসতে বলেন উসমান আলী। পরে বেলা ১১টার দিকে ধারের টাকা আনতে গেলে আজিজুল ও উসমানের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের সমর্থকরা। এসময় আবুল হোসেন (৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন (৫৮), আজিজুল ইসলাম (৩৫), ফজলু হোসেন (৩৮) ও শহীদ (২৭) আহত হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, পাওনা টাকা নিয়ে শৈলকুপার মাজদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply