খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬৫

|

প্রিয় সন্তানের মৃতদেহ নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি বাবা। ছবি: আল জাজিরা।

গাজার খান ইউনিসে হাসপাতাল এবং আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, সোমবার সবচেয়ে বড় হামলাটি হয় খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শহরে। সেখানকার দুটি হাসপাতালে চালানো হয় তাণ্ডব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আল খাইর হাসপাতাল।

বিমান হামলার পর হাসপাতালটির ভেতরে ঢুকেও হামাল চালায় ইসরায়েলি সেনারা। আটক করে বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, খান ইউনিসের আরেকটি হাসপাতাল আল-আমাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংস্থা কর্তৃক পরিচালিত এই হাসাপাতালটির কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর পাশাপাশি বিভিন্ন শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply