তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা রয়েছে। তাই তো শীতের কারণে চুয়াডাঙ্গা, নওগাঁ, কুড়িগ্রামসহ উত্তরের কয়েক জেলায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তীব্র শীতের কারণে নাটোর, জয়পুরহাট ও দিনাজপুরেও বন্ধ রয়েছে পাঠদান। তবে সিরাজগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি চলছে পাঠদান।
কনকনে ঠান্ডায় শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা সকাল সকাল উপস্থিত হয়েছে। এ বিষয়ে সমন্বয়হীনতার অভাবের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
/এনকে
Leave a reply