গোল পাননি মেসি-সুয়ারেজ, হেরেছে মায়ামি

|

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেরেই গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গত শুক্রবার এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তবে সোমবার (২২ জানুয়ারি) রাতে এফসি ডালাসের কাছে হেরে গেছেন মেসি-সুয়ারেজরা।

ডালাসের কটন বোল স্টেডিয়ামে দু’দল। খেলার ৩ মিনিটেই জেসাস ফেরেইরা গোলে এগিয়ে যায় ডালাস। এরপর অনেকবার গোলের চেষ্টা করে ব্যর্থ হন মেসি-সুয়ারেজরা। বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলেন তারা। তবে ফিনিশিংয়ে ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় সুয়ারেজদের।

সব মিলিয়ে গোল পোস্টে ৮টি শট নেয় মায়ামি। যার মাঝে ৩ ছিল লক্ষ্যে। এই প্রীতি ম্যাচটিতে পুরো সময় খেলেননি মেসি। ৬৪ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কসহ লুইস সুয়ারেজ ও বুসকেতসকে তুলে নেন মায়ামি কোচ।

দল হারলেও উঠে যাওয়ার আগে বেশ কয়টি সুযোগ তৈরি করেছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তো তার একটি ভলি বাঁচিয়ে দেন ডালাস গোলরক্ষক পেয়েস। প্রথমার্ধেও সুয়ারেজকে দিয়ে গোল করানোর সুযোগ তৈরি করেছিলেন মেসি। তবে উরুগুইয়ান স্ট্রাইকারের ভলি চলে যায় গোল পোস্টের বাইরে দিয়ে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply