নিহত বিজিবি সদস্য ওপারের হাসপাতালে, বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ

|

বেনাপোল করেসপনডেন্ট:

বেনাপোল সীমান্তে নিহত বিজিবি সদস্য সিপাহী মো. রইস উদ্দিনকে এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তার মরদেহ ভারতের বনগাঁ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে বাহিনী সংশ্লিষ্টরা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, তারা দ্রুত মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ লক্ষ্যে পতাকা বৈঠকও আয়োজন করা হয়েছে।

কর্নেল জামিল আরও বলেন, বিএসএফের গুলিতে নিহতের খবর পাবার সঙ্গে সঙ্গেই তারা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। যত দ্রুত সম্ভব মরদেহ ফিরিয়ে আনতে সবধরনের প্রচেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, সোমবার (২২ জানুয়ারি) বেনাপোল সীমান্ত এলাকায় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা জেলেপাড়া পোস্ট এলাকায় গুলিতে মারা যান রইস। তিনি চোরাকারবারী ধরতে একটি টিমের সঙ্গে অভিযানে গিয়েছিলেন।

বিজিবি সদস্যরা জানিয়েছে, চোরাকারবারীদের ধাওয়া করলে ঘন কুয়াশায় দলবিচ্ছিন্ন হয়ে পড়েন রইস। পরে জানা যায়, বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply