এমপিদের শপথ ইস্যু: মাহবুব উদ্দিন খোকনকে সতর্ক করলেন আদালত

|

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ফাইল ছবি।

বর্তমান সংসদের এমপিদের শপথ নেয়া অসাংবিধানিক হয়েছে এবং এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়েছে— এমন বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সতর্ক করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ তাকে সতর্ক করেছেন।

আদালত বলেন, আপিল বিভাগের রায়ের ব্যাখ্যা দেবে একমাত্র সুপ্রিম কোর্ট। কোনো রায়ের বিষয়ে অস্পষ্টতা থাকলে পাবলিকলি রায় নিয়ে মন্তব্য না করে রিভিউয়ের পরামর্শ দেন আদালত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যদের শপথকে অবৈধ বলে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল গত বছরের ১ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগ। দ্বাদশ সংসদ সদস্যদের শপথ ইস্যুতে আপিল বিভাগের দেয়া এই রায় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply