রাম মন্দিরে উপচে পড়া ভিড়

|

ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরই সেখানে উপচে পড়া ভিড় ভক্তদের। জড়ো হয়েছে লাখো পূজারী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এমন খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

মন্দিরের ভেতর প্রবেশের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। গেরুয়া পোশাকে ধর্মীয় নানা স্লোগান দিতে দিতে ভক্তরা ঘুরে বেড়াচ্ছে শহরজুড়ে। নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে অযোধ্যায়। মোতায়েন করা হয়েছে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য। তবে এতো বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। তৈরি হয়েছে বিশৃঙ্খলাও। ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও অভিযোগ করছেন অনেকে।

এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) উদ্বোধন করা হয় আলোচিত রাম মন্দির। আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ ৭ হাজার অতিথি। ১৯৯২ সালে ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থানে তৈরি হয়েছে এটি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মসজিদ তৈরির কথা এলাকাটি থেকে ১৫ মাইল দূরে ধন্যিপুর গ্রামে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply