বিদ্যুৎ ও জ্বালানির দাম কৃষিক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। বললেন, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে এবং দেশে সারের কোনো ঘাটতি নেই।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। এরপর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষিপণ্য ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নিচ্ছে। ভোক্তারা যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট। মজুদদারি ও সিন্ডিকেট ভাঙতে সরকার চেষ্টা করছে বলেও এ সময় জানান তিনি।
এছাড়া, রাশিয়ায় ফুলকপি ও আলু রফতানি করার কথাও জানান আব্দুস শহীদ। বাংলাদেশের আম আমদানি করতে দেশটির আগ্রহ থাকার কথাও উল্লেখ করেন তিনি।
/আরএইচ/এমএন
Leave a reply