চীন সফরের দুটি প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আল নাসর। ক্ষুব্ধ দর্শকদের শান্ত করতে ক্লাব ও কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত ডিসেম্বর থেকে ইনজুরিতে ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ের পেশির চোটে ভুগছেন এই পর্তুগিজ সুপারস্টার। ইনজুরির কারণে চীন সফরের দুটি ম্যাচই মিস করতে হতো রোনালদোকে। সেই সাথে দুই তারকা সাদিও মানে ও ফোফানা আফ্রিকান নেশনস কাপের কারণে নেই দলে। বুধবার (২৪ জানুয়ারি) সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল আল নাসরের। কিন্তু শেষ মুহুর্তে এসে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সফর বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছে আল নাসর কর্তৃপক্ষ। রোনালদোও ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছে, তারা দ্রুততম সময়ে পুনরায় ম্যাচটি আয়োজন করার চেষ্টা করবে।
ঠিক কী কারণে বাতিল করা হলো ম্যাচ, তা জানানো হয়নি। তবে সমর্থকদের টিকেট, হোটেল ভাড়া ও বিমান টিকেটের টাকা ফেরত দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচে রোনালদো খেলতে পারবেন কিনা, তাও এখন অনিশ্চিত।
/এএম
Leave a reply