সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দিলো তুরস্ক

|

সামরিক জোট ন্যাটোয় প্রবেশের পথে বড় বাধা পার করলো সুইডেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশটির ন্যাটোয় সদস্যপদ ইস্যুতে অনুমোদন দিয়েছে তুরস্কের আইনসভা। খবর সিএনএনের।

তুর্কি পার্লামেন্টে হয় এ বিষয়ক ভোটাভুটি। চার ঘণ্টার বেশি সময় ধরে চলে বিতর্ক। ২৮৭-৫৫ ভোটে পাস হয় বিলটি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল একে পার্টি, জাতীয়তাবাদী এমএইচপি জোট ও প্রধান বিরোধী দল সিএইচপি ভোট দিয়েছে অনুমোদনের পক্ষে। তবে বিরোধী জাতীয়তাবাদী, কট্টর ইসলামপন্থী ও বাম দলগুলো বিপক্ষে ভোট দিয়েছে।

এরদোগান সাক্ষর স্বাক্ষর করলে আইনে পরিণত হবে বিলটি। স্টকহোমের ন্যাটোয় প্রবেশের পথে এখন একমাত্র বাধা হাঙ্গেরি। ২০২২ সালে ন্যাটোয় সদস্যপদের আবেদন করে সুইডেন। তবে স্টকহোমের বিরুদ্ধে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সমর্থনের অভিযোগ আঙ্কারার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply