ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদলে ঘটছে অনেক ঘটনা। অর্থের হাতছানি, কাঙ্ক্ষিত দলে খেলার বাসনা কিংবা বেঞ্চে বসে থাকার হতাশা থেকে কোনো কোনো খেলোয়াড় দল ছাড়ছেন। কেউ আবার থেকে যাচ্ছেন নিজ দলেই। দেখে নেয়া যাক মধ্যবর্তী দলবদলের কিছু খবর।
গত জুন-জুলাইয়ে প্রাক মৌসুম দলবদলে ইউরোপের ক্লাবগুলোতে কাঁপন ধরিয়ে এক ঝাঁক তারকা ফুটবলারকে দলে নেয়ার পর জানুয়ারিতেও সরব আছে সৌদি আরবের ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে নিতে চায় আল নাসর। কেবল ক্যাসিমিরোই নয়, তার সতীর্থ ওয়ান বিসাকার সার্ভিসও চায় রোনালদোর দল। খবর ডেইলি মেইলের।
সৌদি লিগের আরেক ক্লাব আল সাবাব দৃষ্টি দিয়েছে নিউক্যাসল স্ট্রাইকার আলমিরনের দিকে। জানা গেছে, ইতোমধ্যে নিউক্যাসলের সাথে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সৌদির দলটি।
নিউক্যাসল অধিনায়ক ট্রিপিয়াকে পেতে চায় বায়ার্ন মিউনিখ। এই ইংলিশ লেফট ব্যাকের সাথে ব্যক্তিগত চুক্তিতে সম্মত হলেও বায়ার্নের প্রস্তুাবে রাজি নয় নিউক্যাসল। ট্রিপিয়াকে পেতে তাই আরও বড় অঙ্কের প্রস্তাব দিতে হবে টুখেলের দলকে।
/এএম
Leave a reply