ড. ইউনূস ইস্যুতে ১২ মার্কিন সিনেটরের চিঠি ঘৃণাভরে প্রত্যাখ্যান খুরশীদ আলমের

|

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে ১২ মার্কিন সিনেটরের চিঠি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ১২ সিনেটরের পাঠানো চিঠি দেশে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

এদিন সকালে তিনি বলেন, সিনেটরদের বক্তব্য অবান্তর ও অযৌক্তিক। বিভিন্ন জায়গা থেকে প্রভাবিত হয়ে, না জেনে, না শুনে তাদের এমন বক্তব্য বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ।

বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন জানিয়ে তিনি আরও বলেন, ড. ইউনূস দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছে। আইনি সুযোগ নিয়ে তিনি এখন জামিনে রয়েছেন। এ সময় তিনি মার্কিন সিনেটরদের বাংলাদেশের আদালতে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানান। বলেন, তারা শ্রম আদালতের রায়টি পড়ুক, বিচার বিশ্লেষণ করে তারপর বক্তব্য দিক।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’ করা হচ্ছে- সম্প্রতি এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ জন সদস্য।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply