আন্দোলনে জনগণকে সম্পৃক্ত হয়ে গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান গণঅধিকার পরিষদের

|

শুধু রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সরকারের পতন ঘটবে না। জনগণকে সেই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

রাজবন্দিদের মুক্তির দাবিতে বুধবার (২৪ জানুয়ারি) প্রেসক্লাবের সামনে প্রতীকি অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এ সময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যহত থাকবে। আন্দোলনরত দলগুলোর পরিকল্পনা, আন্দোলনরতদের মধ্য থেকেই সরকারের কাছে ফাঁস হয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

রাশেদ খানের মতে, বিরোধীদের আন্দোলন ব্যার্থ হয়নি। বরং রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় সরকারের দমন-পীড়ন বেড়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply