সিলেটে টিকিট কালোবাজারি করার অভিযোগ

|

ছবি: সংগৃহীত

আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) রংপুর ও খুলনার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। এরইমধ্যে সিলেট পর্বের টিকিট কালোবাজারি করার অভিযোগ উঠেছে টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ কালোবাজারিদের বিরুদ্ধে। ছ্ন্নিমূল নারীদের দিয়ে টাকার বিনিময়ে দাঁড় করানো হচ্ছে লাইনে। অনিয়মের কথা স্বীকার করলেও নিশ্চুপ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান।

বুধবার (২৪ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা ক্রীড়ামোদী দর্শকরা। আজ সকাল থেকেই টিকেট নিতে ভিড় ছিলো ক্রিকেটপ্রেমীদের। তবে প্রথম দিনই ছিলো নানা অব্যবস্থাপনা আর অনিয়ম।

পুরুষের থেকে অপেক্ষাকৃত কম ভিড় ছিলো নারী লাইনে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে টিকেট কালোবাজারীরা। ছিন্নমূল নারীদের টাকার বিনিময়ে পাঠানো হয়েছে টিকেটের লাইনে। এমনকি কোন খেলার টিকেট নিতে এসেছেন তাও জানেন না তারা।

এসময় গণকমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। এরপর ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে তা দুপুর ১২ টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। এমন প্রতিবেদন করতে গিয়ে বাধা আসে গণমাধ্যম কর্মীদের উপর। চেষ্টা চলে ক্যামেরা ছিনিয়ে নেয়ার। উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালান কলোবাজারীর সদস্যরা।

এদিকে শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও স্বীকার করলেন অনিয়মের কথা। তবে পুরো সময়ই তাদের অবস্থান ছিলো নিশ্চুপ। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী না টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্টরা। আর ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার জানালেন টিকেট বিক্রির বিষয়ে তাদের কিছুই করার নেই।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply