‘মাইকেলের’ আঘাতে ১৩ জনের মৃত্যু

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘মাইকেল’। এরইমাঝে, ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মধ্য আমেরিকার দেশগুলো।

জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, স্থানীয় সময় মঙ্গলবার ক্যাটাগরি- থ্রি ঝড়ে রূপান্তরিত হবে মাইকেল। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে মূল ভূখণ্ডে। যা, রাজ্যটির ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং ১২ ফুট পর্যন্ত জলোচ্ছাসের আভাস দেয়া হয়েছে। ফ্লোরিডা গর্ভনর রিক স্কট রাজ্যটির ৩৫টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। প্রস্তুত রাখা হয়েছে সাড়ে ১২শ’ ন্যাশনাল গার্ড এবং ৪ হাজার সেনাসদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply