প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। রাজধানী রিয়াদের ওই মদের দোকান থেকে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।
বুধবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ওই দোকান থেকে মদ কিনতে হলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসবে। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা।
মদের দোকানটি রিয়াদের কূটনীতিক পাড়ায় হবে; যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতেই দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। তবে দোকানটিতে মুসলিমদের যাওয়ার সুযোগ নেই।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
মদের দোকান চালুর এ সিদ্ধান্তকে মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। ইসলামে মদসহ যে কোনো ধরনের নেশাদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমনটাই ধারণা করা হচ্ছে।
এটিএম/
Leave a reply