দেশে সলিড কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।
তিনি জানিয়েছেন, গতকাল বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নোমথেনডাজো তাওয়েরা সোকো নামের এক বিদেশি নারীকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোমথেনডাজো তাওয়েরা আফ্রিকার দেশ মালাওয়ের নাগরিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জনান, প্রথমে নোমথেনডাজো তাওয়েরার ব্যাগ স্ক্যান করা হলে এই মাদকের চালান শনাক্ত হয়নি। কিন্তু তার ব্যাগের ওজন দেখে সন্দেহ হয়। তাই নোমথেনডাজো তাওয়েরার ব্যাগ চেক করেন কর্মকর্তারা। তাতে বিশেষ পদ্ধতিতে লুকানো ছিল কোকেনের এ চালান। মাদকের এই চালানটি আফ্রিকার দেশ মালাও বা ইথিওপিয়া থেকে বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তানভীর মমতাজ আরও জানান, চালানটি পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কারণ, এই পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই।
/আরএইচ/এমএন
Leave a reply