সবকিছু ঠিক থাকলে ফাইল আটকে না রাখতে রাজউককে নির্দেশ

|

সবকিছু ঠিকঠাক থাকলে টেবিলে ফাইল ফেলে না রাখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সাথে মতবিনিময় করেন রাজউকের কর্মকর্তার। এ সময় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমন নির্দেশনা দেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে সবার কাজ করতে হবে। দেশপ্রেম থাকলে কাজে কেউ অবহেলা করে না। নিজের অবস্থান ও শিক্ষার কথা ভেবে দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আরও বলেন, অনেক বিষয়ে রাজউককে বোকা বানানোর চেষ্টা করবে কেউ কেউ। সেসব কাগজপত্র ভালো করে যাচাইবাছাইয়ের পরামর্শ তার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন ও রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply