এমপিদের শপথ নিয়ে বিতর্ক: জবাব দিলেন আইনমন্ত্রী

|

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের শপথ নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বললেন, বর্তমানে এমপিদের শপথের বিধান সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছে। আইনটি আরও স্পষ্ট করার প্রয়োজন হলে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এসা ইউসুফ এসা আলদুহাইলান। পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে যা কিছু চলছে, সব সংবিধান অনুযায়ীই হচ্ছে। সৌদি আরবের বিচার বিভাগের সাথে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। এর কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে কথা হয়েছে আজ।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথ নিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভেঙে না দিলে প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর অতিক্রান্ত হলে সংসদ ভেঙে যায়। একাদশ সংসদের প্রথম বৈঠক হয়েছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি। সে হিসেবে ৩০ জানুয়ারি নতুন সংসদের মেয়াদ শুরু হবে। কিন্তু এর আগেই শপথ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে বিএনপিসহ বিরোধীরা অভিযোগ করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply